সচরাচর Dropbox এ সেভ করা কোন ছবি বা ইমেইজ এর জন্য যে লিংকটি পাওয়া যায় তা সরাসরি HTML এর <img> ট্যাগে বসালে ছবি বা ইমেইজটি প্রদর্শিত হয়না। দুইটি উপায়ে এ সমস্যাটি সমাধান করা যায়:
প্রথমত: উপরের ছবিটি দেখুন। এখানে লিংকটির শেষাংশে ?dl=0 এই লেখাটির পরিবর্তে ?raw=1 লিখুন এবং <img> ট্যাগে বসান। এবার দেখুন ছবিটি প্রদর্শিত হবে।
দ্বিতীয়ত: ?dl=0 এর পরিবর্তে শুধুমাত্র ?dl=1 লিখুন এবং অত:পর চেষ্টা করে দেখুন। অাশাকরি আপনিও পারবেন।
১৬৬৯ মোট দেখা হয়েছে ১ অাজ দেখা হয়েছে